আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনার রোসারিও শহরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ এবং রোসারিও সেন্ট্রালের মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। তবে সম্প্রতি একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক ও সমালোচনার ঝড়। জানা গিয়েছে, নিউওয়েলস ওল্ড বয়েজের যুব দলের কিছু খেলোয়াড় তিন মাস আগে একটি টুর্নামেন্টে রোসারিও সেন্ট্রালের সিনিয়র ফুটবলার ইগ্নাসিও মালকোরার সঙ্গে ছবি তোলে। সেই ছবিটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নিউওয়েলস কর্তৃপক্ষ ওই যুব দলের খেলোয়াড়দের তিন মাসের জন্য অনুশীলন থেকে নিষিদ্ধ করে দেয়।
এমনকি, আটকে রাখা হয় তাদের বৃত্তির টাকাও। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, কিছু চরমপন্থী সমর্থকদের হুমকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তকে “অত্যন্ত কঠোর” এবং “অন্যায়” বলে অভিহিত করেছেন ফুটবল মহল থেকে শুরু করে জাতীয় স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। রোসারিও সেন্ট্রালের ফুটবলার মালকোরা বলেন, ‘আমি যুব দলের ফুটবলারদের জন্য দুঃখিত। ওদের বয়স কম, নিষ্পাপ, এবং তারা এই রাইভ্যালরির বিষয়টা পুরোপুরি বোঝে না। তারা শুধুমাত্র একজন শীর্ষ স্তরের ফুটবলারের সঙ্গে ছবি তুলতে চেয়েছে। সেটা যে কোনও শিশুর স্বপ্ন’।
এই বিষয়ে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘প্রথম ডিভিশনে খেলার স্বপ্ন দেখলে, সেটা কারওর সঙ্গে ছবি তুললেই ক্ষতি হবে না। এটা কোনও অপরাধ নয়’। আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচও ক্লাবেরপ দেওয়া এই শাস্তিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। ক্লাব কর্তৃপক্ষকে সমর্থকদের চাপে মাথা নোয়ানোর অভিযোগ এনেছেন। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে ক্লাব সমর্থকদের প্রভাব ও সহিংস প্রবণতা নিয়ে।
